বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

বাংলাদেশ আর পাকিস্তান হবে না: মান্নান

0

ঢাকা অফিস: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, ‘বিএনপিসহ কয়েকটি দল ক্ষমতায় থাকলেও দেশের উন্নয়নে কোনো কাজ করেনি। দেশের দৃশ্যমান উন্নয়নের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশে গ্রামে গ্রামে বিদ্যুৎ দিয়েছে আওয়ামী লীগ সরকার। আমাদের সরকার গরীবের জন্য কাজ করে যাচ্ছে। শুক্রবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউরা হলদিপুর ইউনিয়নের ভুরাখালী গ্রামের নলুয়ার হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পরিকল্পনামন্ত্রী বলেন, ‘যারা পাকিস্তানীদের ভালবাসে তাদের বলছি বাংলাদেশ আর পাকিস্তান হবে না। বাংলাদেশ বাংলাদেশই থাকবে। ধর্মের নাম ব্যবহার করে কাজ হবে না। তারা দেশে জঙ্গিবাদ সৃষ্টি করে, খুন খারাপি করে এবং দেশের জন্য বদনাম আনে। এরা আমাদের আশেপাশে থাকে। এদের কাছ থেকে দূরে থাকতে হবে। তারা স্বাধীনতাবিরোধী। এ দেশকে স্বাধীন চায় না। দেশের উন্নয়নে বাঁধা সৃষ্টি করে।

Share.