শুক্রবার, ডিসেম্বর ২৭

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)’র নতুন কমিটি গঠিত

0

বিশেষ প্রতিনিধি: বিশিষ্ট সাংবাদিক ও অগ্রণী বার্তার সম্পাদক আলী আশরাফ আখন্দকে সভাপতি ও সিনিয়র সাংবাদিক ও সময় নিউজ 24 ডট কম এর সম্পাদক দেওয়ান মশিউর রেজা চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ২০২৩-২০২৬ সালের জন্য ৩৫ সদস্যের বিসিআরসি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যগন হচ্ছেন- যথাক্রমে সহ- সভাপতি- খোন্দকার আব্দুল মান্নান বাবু (অর্থধারা), সহ-সভাপতি, এস.এম. শামসুল হুদা (দৈনিক বজ্রশক্তি), সহ-সভাপতি, ফারুক আহমেদ (দৈনিক রূপবাণী), সহ-সভাপতি, কামরুল হাসান দর্পন (দৈনিক ইনকিলাব), সহ-সভাপতি, মাহবুব জামান, (পাক্ষিক এক দুই তিন), যুগ্ম সাধারণ সম্পাদক, সাহেদ আহাম্মদ (দৈনিক মুক্তখবর), যুগ্ম সাধারণ সম্পাদক, মিয়াজি সেলিম আহমেদ (দৈনিক আমাদের কন্ঠ), অর্থ সম্পাদক, আরিফ-উল-ইসলাম (দৈনিক যুগান্তর), সাংগঠনিক সম্পাদক, মহিউদ্দিন (এশিয়ান টিভি), যুগ্ম সাংগঠনিক সম্পাদক, গাজী হোসনে আরা চৌধুরী (সময় নিউজ24 ডট নেট, লন্ডন), দপ্তর সম্পাদক, মোঃ মোস্তাফিজুর রহমান (আমার বার্তা), ক্রীড়া সম্পাদক, কাজী শফিউল ইসলাম আলামিন (এনটিভি), সাংস্কৃতিক সম্পাদক, মেহেরুন আশরাফ (জয়যাত্রা), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সোনীয়া হাবিব লাবনী (বাংলা ভিশন), মহিলা বিষয়ক সম্পাদক, রাজিয়া সুলতানা তুর্ণা (দৈনিক জাতীয় অর্থনীতি), আইন বিষয়ক সম্পাদক, আমিনুল ইসলাম তপু (লাল সবুজ.টিভি, লন্ডন), প্রচার ও প্রকাশনা সম্পাদক, সুমন চৌধুরী (নতুন সময়), সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, মোঃ মিজানুর রহমান (দৈনিক আমাদের কন্ঠ), মানবাধিকার বিষয়ক সম্পাদক, মোঃ মঞ্জুর হোসেন ঈসা (দৈনিক স্বদেশ বিচিত্রা), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, তানভীর আহমেদ (এটিএন বাংলা), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, রুনা লায়লা (অগ্রনী বার্তা), কার্যনির্বাহী সদস্যগন হচ্ছেন ঃ মান্নান মারুফ (ডেইলি জেনারেশন টাইমস), মোঃ মাসুদ রানা (আজকের বিজনেস বাংলাদেশ), নাহিদা আক্তার পপি (দৈনিক আমাদের মাতৃভূমি), সজীব শিকদার (মাইটিভি), মোঃ মোফাজ্জল হোসেন (দৈনিক শুভদিন), আনোয়ারুল ইসলাম খান (অগ্রনী বার্তা), ইকবাল আহমেদ খান ডালিম (সময় নিউজ 24 ডট কম), হাফিজুর রহমান (নাগরিক বার্তা), মোঃ মোক্তার হোসেন (দৈনিক সমকাল), মোহাম্মদ আলী (প্রিয় বাংলাদেশ), রাণী শেখ এলিজা (জয়যাত্রা), ড. জাহিদ আহমেদ চৌধুরী (মাদক প্রতিরোধ নিউজ), লাভলী আক্তার নুপুর (দৈনিক এই বাংলা)। এছাড়াও দেশের ১০ জন প্রখ্যাত সাংবাদিক এই সংগঠনকে উপদেষ্টা হিসেবে রয়েছেন। খুব তাড়াতাড়ি দেশব্যাপী কমিটি গঠন করা হবে।

Share.