ঢাকা অফিস: বাংলাদেশের তৈরী পোষাক রাশিয়াতে আরও বেশি রপ্তানির সুযোগ সরকার নিতে চায় বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। পাট ও পাটজাত পণ্যের বড় রপ্তানি বাজার হতে পারে দেশটি বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে সচিবালয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মান্টিটস্কির সাথে সাক্ষাত শেষে জাহাঙ্গীর কবির নানক এই আশাবাদ জানিয়েছেন। নানক বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বড় অবদান রয়েছে রাশিয়ার। দেশটিতে পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে গুরুত্ব দিচ্ছে মন্ত্রণালয়। এক্ষেত্রে দুই দেশে মেলা করার বিষয়ে আলাচনা হয়েছে। এর পাশাপাশি রাশিয়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সার্বিক সহযোগিতা করতে চায়। রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি বলেন, অনেক বড় বড় কোম্পানি রাশিয়া থেকে চলে গেছে। সেই সুযোগ কাজে লাগাতে পারে বাংলাদেশ। বিশেষ করে আমরা গার্মেন্টস ও চামড়াজাত পণ্য নিতে চাই বাংলাদেশ থেকে। পাট ও পাটজাত পণ্য নিয়েও আগ্রহ আছে রাশিয়ার।
বাংলাদেশ থেকে রাশিয়াতে আমরা গার্মেন্টস ও চামড়াজাত পণ্য নিতে চাই: নানক
0
Share.