বুধবার, ডিসেম্বর ২৫

বাংলাদেশ নারী ফুটবল নিয়ে নেই কোন আশার বাণী!

0

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ এক বছরের বেশি সময় হলো কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এতে দ্রুতই অবনতি হচ্ছে তাদের র‌্যাংকিংয়ে। ফিফা প্রকাশিত সর্বশেষ রাংকিংয়ে ১৩০ থেকে ৪ ধাপ নেমে প্রমীলা ফুটবলারদের অবস্থান ১৩৪। বাফুফেও এ নিয়ে শোনাতে পারেনি কোন আশার বাণী। তারা বলছে-জাতীয় দল নয়, আপাতত বয়সভিত্তিক পর্যায় নিয়েই সাজানো হচ্ছে তাদের পরিকল্পনা। ছেলেদের টানা ব্যর্থতার মাঝেও একটা সময় ছিল যখন দেশের ফুটবলের সবটুকু আশার আলো ছিল নারীদের ঘিরে। বয়সভিত্তিক কিংবা জাতীয় দল, সাফল্যের ধারাবাহিকতায় সে প্রত্যাশার পালেও জোর হাওয়া দিচ্ছিলো ছোটনের শিষ্যারা। তবে ভ্রম ভাঙ্গতেও সময় নেয়নি বেশিক্ষণ। কারণ পরবর্তীতে বয়সভিত্তিক পর্যায়ের দু-একটা টুর্নামেন্ট ছাড়া, রীতিমত ধুঁকেছে বাংলার জয়ীতারা। ভরাডুবির ভয়ে নানা সমালোচনার পরেও দল পাঠানো হয় নি এসএ গেমসে। নেই জাতীয় দলের ব্যস্ততাও। ফলাফলটা তাই অনুমেয়ই। ঘোষিত প্রায় প্রতিটি রাংকিংয়েই অধঃপতন হয় বাংলাদেশের। সবশেষ গিয়ে ঠেকেছে ১৩৪ এ। বঙ্গমাতা টুর্নামেন্ট ছাড়া কার্যত নারীদলের ফুটবলের জন্য নেই কোন পাইপলাইন। একটা বয়সভিত্তিক দলকেই দেখানো হচ্ছে বারবারই। করোনার কারণে অন্যসব টুর্নামেন্টের মতো স্থগিত দীর্ঘ অপেক্ষার পর চালু হওয়া নারীদের লিগও। তবে অবস্থার উন্নতি হলে দ্রুতই লিগ চালু করার পাশাপাশি জাতীয় দলকে নিয়ে এবার দীর্ঘমেয়াদে পরিকল্পনা করতে চায় বাফুফে।

Share.