স্পোর্টস ডেস্ক: সব প্রস্তুতির পালা শেষ। এবার মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ ও নিউজিল্যান্ড। আজ বুধবার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও জিটিভি।বিশ্বকাপের প্রস্তুতিকে মাথায় রেখে এই সিরিজটি হচ্ছে। তবে অবাক করার মতো হলো, নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলের একজনও নেই এই লড়াইয়ে। তবে বাংলাদেশের দল এখনো ঘোষণা না করলেও এই সিরিজের স্কোয়াডের আদলেই হবে বাংলাদেশের বিশ্বকাপ দল। তাই সবার চাওয়া সিরিজটি দারুণভাবে শেষ করার।অস্ট্রেলিয়াকে কদিন আগে হারানোর আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। ওই সিরিজের অনুপ্রেরণা
নিয়ে এবার নিজেদের মাঠে কিউই বধ করতে চায় লাল-সবুজের দল। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষেও এই সংস্করণে কোনো জয় নেই বাংলাদেশের। ১০টি ম্যাচ খেলে একটিতেও জয় মেলেনি। এবার সেই রীতি ভেঙে জয় পেতে মরিয়া সাকিব-মুশফিকরা।ঘরের মাঠে এই সুযোগ কাজে লাগানোর ভাবনা বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহর। তিনি বলেন, ‘নিউজিল্যান্ডকে আমরা কখনও হারাতে পারিনি টি-টোয়েন্টিতে। এটা আমাদের জন্য ভালো সুযোগ, দল হিসেবে আমরা যেন নিজেদের ছাপটা রাখতে পারি। ঘরের মাঠে আমরা খুবই ভালো দল, এটা প্রমাণ করার তাগিদও আছে। আশা করি, ছেলেরা এটার জন্য তৈরি। টি-টোয়েন্টি ফরম্যাট এমন, আপনি নিজেকে ফেভারিট ভাবতেও পারেন, আবার যদি অতি আত্মবিশ্বাসী হয়ে যান, তাহলে নেতিবাচক হয়ে যেতে পারে। নির্দিষ্ট দিনে কন্ডিশন ও উইকেট পর্যালোচনা করে ভালো খেলার যে তাড়না, সেটা থাকা দরকার। সেই জিনিসগুলো নিশ্চিত করতে পারলে ও ইতিবাচকভাবে চিন্তা করতে পারলে, আমাদের ভালো সুযোগ থাকবে।’ সিরিজের আগে বাংলাদেশের কিপিং নিয়ে অস্থিরতা তৈরি হয়। সে ব্যাপারে মাহমুদউল্লাহ বলে দিলেন, ‘কোনো অসুবিধা নেই, অল গুড।’অধিনায়ক আরও বলেন, ‘ওরা যে দলই নিয়ে এসেছে, ওরা ভালো দল। ওরা সবসময়ই ডিসিপ্লিনড দল, পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে। যে পরিকল্পনা করে, সবসময়ই সেটায় অটল থাকার চেষ্টা করে। ওদের সঙ্গে ভালো করতে হলে আমাদেরও গোছানো ক্রিকেট খেলতে হবে। প্রথম বল থেকেই ভালো ক্রিকেট খেলার যে মানসিকতা অস্ট্রেলিয়া সিরিজে ছিল, যে ক্ষুধার্ত মনোভাব ছিল, সেই জিনিসগুলো খেয়াল রেখে ম্যাচগুলো খেলা উচিত। আত্মবিশ্বাস নিয়ে খেলা গুরুত্বপূর্ণ, তাহলে আমাদের ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে।’লড়াই শুরুর আগে কিউই অধিনায়ক টম ল্যাথাম বলেন, ‘দেশের হয়ে খেলতে নামলে নিজেদের অনুপ্রাণিত করা খুবই সহজ। ব্যক্তিগতভাবে আমার নিজের খুব একটা সুযোগ হয় না টি-টোয়েন্টি খেলার, এই সুযোগ তাই রোমাঞ্চকর। দলের অন্যদেরও মানসিকতা একই। মাঠে নেমে আমাদের উপভোগ করতে হবে, এই কন্ডিশনে যে ঘরানায় সফল হতে পারি বলে আমরা মনে করি, সেটায় অটুট থাকতে হবে। অবশ্যই আমাদের লক্ষ্য সিরিজ জয়।’