বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে বৃষ্টির কবলে পড়েছে

0

স্পোর্টস ডেস্ক: মিরপুর শের-ই-বাংলায় বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে বৃষ্টির কবলে পড়েছে। বন্ধ রয়েছে খেলা। নিউজিল্যান্ড ব্যাটিং ইনিংসের ৪.৩ ওভারের সময় সজোরে বৃষ্টি নামলে আম্পায়ারদের ক্রিকেটারদের নিয়ে মাঠ ছাড়েন। মাঠ কাভারে ঢেকে দেওয়া হয়েছে। বৃষ্টির সঙ্গে রয়েছে প্রচুর বাতাসও। আজ বৃহস্পতিবার মিরপুরে বৃষ্টির আগে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান এ সিরিজে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। দুইদিন ধরে ঢেকে রাখা উইকেটে কিউইদের শুরুটা ছিল সাবধানী। নতুন বলে শুরু করেন পেসার মোস্তাফিজুর রহমান। প্রথম ওভারে ২ রান দেন তিনি। নিজের দ্বিতীয় ওভার ফিজ দেন মেইডেন। আরেক পেসার তানজিম হাসান সাকিব দুই ওভারে খরচ করেন ৬ রান। একটি অতিরিক্ত রানে কিউইদের রান হয় ৯। এ ম্যাচে দুই পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। মোস্তাফিজ এবং তানজিম সাকিবের সঙ্গে কিউইদের ব্যাটিং লাইনআপ সামলানোর দায়িত্ব পড়েছে শেখ মাহেদী হাসান ও নাসুম আহমেদের। পঞ্চম বোলার হিসেবে দুই বছর পর একাদশে ঢুকেছেন সৌম্য সরকার। ব্যাটিং ইনিংসের ফিনিশারের দায়িত্বও পড়েছে তার কাঁধে। নিউজিল্যান্ডের বিপক্ষে এ ওয়ানডে দিয়ে দলে ফিরেছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহানও।

Share.