বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

বাংলাদেশ ফেস্টিভাল কুয়াকাটা’ উৎসব উপলক্ষে বর্নাঢ্য রেলী

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: পর্যটন শিল্পকে আরো বিকশিত করতে পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হয়েছে দুইদিন ব্যাপী ‘বাংলাদেশ ফেস্টিভাল কুয়াকাটা’। এ উৎসব উপলক্ষে শুক্রবার দশটায় কুয়াকাটা পৌরসভার সামনে থেকে একটি বর্নাঢ্য রেলী বের করা হয়। রেলীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় এক সেমিনারে মিলিত হয়। এসময় ফিতা কেটে ও পায়রা উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন বানিজ্য মন্ত্রনালয়ের সচিব মানষ কান্তি ঘোষ ও বেসরকারী বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মোকাম্মেল হোসেন। রেলীতে, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হালদার,কুয়াকাটা সভাপতি নাসির উদ্দিন বিপ্লব,কুয়াকাটা টেলিভিশন সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক মনির, ট্যুর অপারেটর, ট্যুর গাইড ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সহ পর্যটকরা অংশগ্রন করেন। দিনব্যাপী সৈকতে রাখাইনদের কালচারাল অনুষ্ঠান, পুতুল নাচ, বাউল গান, ফানুস উৎসব ও ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্যকে বিশ্ববাসির কাছে তুলে ধরতে মুজিব’স ক্যাম্পেইনের আওতায় প্রতি বিভাগে এ উৎসব করবে ট্যুরিজম বোর্ড এবং বেসরকারী বিমান ও পর্যটন মন্ত্রনালয়।

Share.