বুধবার, ডিসেম্বর ২৫

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ বাড়লো

0

ঢাকা অফিস: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের চাকরির মেয়াদ সাড়ে তিন মাস বেড়েছে। আগামী তিন জুলাই পর্যন্ত তাকে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর হিসেবে পুনর্নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রবিবার (১৬ ফেব্রুয়ারি) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগের চুক্তির শর্ত অপরিবর্তিত রেখে ফজলে কবিরকে নতুন চুক্তি করতে হবে। বয়স ৬৫ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন। আগামী ৩ জুলাই তার বয়স ৬৫ বছর পূর্ণ হবে। এর আগে ২০১৬ সালের ১৫ মার্চ ফজলে কবিরকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার। তিনি ওই বছরের ২০ মার্চ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যোগদান করেন। সেই অনুযায়ী তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আগামী ২০ মার্চ শেষ হবে। এরপর থেকেই নতুন মেয়াদ শুরু হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পাওয়ার আগে তিনি সরকারের অর্থ ও রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

Share.