বুধবার, জানুয়ারী ২২

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের চার আম্পায়ারই বাংলাদেশের

0

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ঘরের মাঠে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে খেলা এই সিরিজের ম্যাচ নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার (২০ মে) এই তালিকা প্রকাশের পর দেখা গেছে, চার আম্পায়ার এবং ম্যাচ রেফারিও বাংলাদেশের।করোনাভাইরাস মহামারির কারণে ম্যাচ অফিসিয়াল নির্ধারণে নিয়ম পরিবর্তন করেছে আইসিসি। ঘরের মাঠে ম্যাচ পরিচালনার ক্ষেত্রে দেশীয় আম্পায়ারদের নিয়োগ দেওয়া হচ্ছে।আগামী ২৩ মে থেকে মিরপুরে শুরু হতে যাওয়া সিরিজের তিন ম্যাচেই অন ফিল্ড আম্পায়ার থাকবেন শরফুদৌল্লা ইবনে সৈকত। প্রথম ম্যাচে তার সঙ্গী মাসুদুর রহমান মুকুল। ২৫ মে দ্বিতীয় ওয়ানডেতে সৈকত সঙ্গী হিসেবে পাবেন গাজী সোহেলকে। আর মাঠে তানভীর আহমেদ তার সঙ্গে থাকবেন ২৮ মে সিরিজের শেষ ম্যাচে।প্রথম ও শেষ ওয়ানডেতে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন সোহেল, দ্বিতীয় ম্যাচে মুকুল। চতুর্থ আম্পায়ার হিসেবে প্রথম দুই ম্যাচে থাকবেন তানভীর, আর শেষ ওয়ানডেতে মুকুল। তিন ম্যাচেই ম্যাচ রেফারি বাংলাদেশের নিয়ামুর রশিদ রুহুল। ডিআরএস প্রযুক্তিতে সহায়তা করবেন হেনরি এলিসন।

Share.