বাংলাবান্ধা স্থলবন্দরে সোনালী ব্যাংকের নতুন শাখার উদ্বোধন

0

ঢাকা অফিস: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দেশের একমাত্র চতুর্থ দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরে ভিনদেশি, ব্যবসায়ী ও স্থানীয়দের সুবিধার্থে সোনালী ব্যাংকের নতুন শাখা উদ্বোধন  করা হয়েছে।গতকাল বুধবার দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন ভবনের দ্বিতীয়তলায় সোনালি ব্যাংকের  এ নতুন কার্যক্রমের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক বাংলাবান্ধা স্থলবন্দও নতুন শাখার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন সোনালী ব্যাংক রংপুর জোনালের  জেনারেল ম্যানেজার ও অফিস ইনচার্জ রশিদুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ডিজিএম আশরাফুল আলম,পঞ্চগড় আমদানি রপ্তানীকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান প্রমুখ । পরে উদ্বোধন শেষে সামাজিক দূরত্ব মেনে সংক্ষিপ্তভাবে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয় । এ বিষয়ে সোনালী ব্যাংক রংপুর জোনালের জেনারেল ম্যানেজার ও অফিস ইনচার্জ রশিদুল ইসলাম জানান, বাংলাবান্ধা স্থলবন্দর সোনালী ব্যাংক শাখার কার্যক্রম চালু হলো । আজ থেকে বন্দরের ব্যবসায়ীরা  সকল প্রকার সেবা গ্রহণ করতে পারবে । এদিকে পঞ্চগড় আমদানী রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান জানান, দীর্ঘ অপেক্ষার পর আজ চালু হলো বন্দরে ব্যাংকিং সুবিধা যার ফলে আজ থেকে আমরা খুব সহজে ও কম সময়ে ব্যাংকে লেনদেন করতে পারব এবং আমাদের ব্যবসায়ীদের জন্য অনেক সুবিধা হলো ।

Share.