বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

বাগদাদি হত্যা’র ভিডিও প্রকাশ করবেন ট্রাম্প

0

ডেস্ক রিপোর্ট:  মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল বাগদাদি হত্যা অভিযানের ভিডিওর একাংশ প্রকাশ করার কথা ভাবছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি অনুযায়ী হোয়াইট হাউসে বসে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রযুক্তিতে ধারণকৃত অভিযানের লাইভ ভিডিও দেখেছেন তিনি, তাকে ‘সিনেমার মতো উপভোগ্য বলেছেন তিনি। ইরাকের পক্ষ থেকেও বাগদাদির বিরুদ্ধে পরিচালিত মার্কিন অভিযানের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তবে সেখানে অভিযানের ঘটনাটি স্পষ্ট হয়নি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের একটি সূত্রকে উদ্ধৃত করে রবিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়, শনিবার মার্কিন অভিযান চলাকালে আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয় বাগদাদি। তবে দুই সূত্রই সিএনএন-কে জানিয়েছে, ডিএনএ ও বায়োমেট্রিক পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে প্রকৃতপক্ষে ওই ব্যক্তিই আবু বকর আল বাগদাদি কিনা। পরে হোয়াইট হাউজের তরফ থেকে দাবি করা হয়, মার্কিন বাহিনীর অভিযানের মুখে বাগদাদি আত্মঘাতী বিস্ফোরণে তিন সন্তানসহ নিজেকে উড়িয়ে দিয়েছেন।   শনিবার ওই অভিযানের সময় ঘটনার কিছু ভিডিও ধারণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে এর মধ্যে বিমান থেকে তোলা কিছু ফুটেজ এবং বাগদাদির কম্পাউন্ডে চড়াও হওয়া সেনাদের সঙ্গে থাকা ক্যামেরার ফুটেজ আছে। শিকাগো যাওয়ার পথে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, “ভিডিও’র কিছু অংশ নিয়ে আমরা সেটি প্রকাশ করতে পারি। আমরা বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করছি।” ট্রাম্পের দাবি, শনিবার রাতে সিরিয়ার ইদলিবে নিখুঁত অভিযান চালানো হয়েছে। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর রাত্রিকালীন ওই অভিযান ছিল বিপজ্জনক ও দুঃসাহসিক। হোয়াইট হাউসে বসে দেখা ভিডিও’র সূত্রে ট্রাম্প বলেন, ‘আইএস নেতা সারা পথ কাঁদতে কাঁদতে শেষ পর্যন্ত একমুখ বন্ধ একটি টানেলের মধ্যে ঢুকে মারা গেলো। আত্মঘাতী বেল্ট পরে সে নিজেকে ও তার তিন শিশুকে হত্যা করলো। কুকুরের মতো, কাপুরুষের মতো মারা গেলো। এখন পৃথিবী তুলনামূলক বেশি নিরাপদ।’

Share.