বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

বাগদাদে আর্চারির দুই ইভেন্টের ফাইনালে ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ

0

স্পোর্টস রিপোর্ট: ইরাকের বাগদাদে চলতি এশিয়া কাপ স্টেজ-১ র‌্যাংকিং টুর্নামেন্টে দুই ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামী রোববার রিকার্ভ পুরুষ দলগত ও রিকার্ভ মিশ্র দলগত – দুই ইভেন্টেই ভারতের মোকাবিলা করবে বাংলাদেশি তীরন্দাজরা। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এলিমিনেশন রাউন্ডে রিকার্ভ পুরুষ দলগত (সাগর ইসলাম, হাকিম আহমেদ রুবেল ও আব্দুর রহমান আলিফ) ইভেন্টে কোয়ার্টার ফাইনালে বাই পেয়ে সেমিফাইনালে উজবেকিস্তানকে ৫-১ সেটে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। এছাড়া রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনাল খেলায় বাংলাদেশ (সাগর ইসলাম ও দিয়া সিদ্দিকী) ও পাকিস্তানের মধ্যে প্রথম পর্যায়ে ৪-৪ সেটে ড্র হয়।  পরবর্তীতে উভয় দলের আর্চাররা একটি করে তীর ছোড়ে। এতে পাকিস্তানকে ১৭-১৫ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। সেমিফাইনালে বাংলাদেশ ৫-৩ সেটে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে নাম লেখায়। এদিকে, রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে সেমিফাইনালে বাংলাদেশ (দিয়া সিদ্দিকী, সীমা আক্তার শিমু ও ফামিদা সুলতানা নিশা) ৩-৫ সেটে উজবেকিস্তানের কাছে হেরে গেছে। রোববার মেয়েরা ব্রোঞ্জপদকের জন্য লড়বে স্বাগতিক ইরাকের বিপক্ষে।

Share.