শুক্রবার, জানুয়ারী ২৪

বাগেরহাটে জাল টাকা-সরঞ্জামসহ হোটেল থেকে আটক-১

0

বাংলাদেশ থেকে বাগেরহাট প্রতিনিধি: পবিত্র রমজান শুরু হতে না হতে জাল টাকা তৈরির চক্র সক্রিয় হয়ে উঠেছে। বাগেরহাট শহরের প্রাণ কেন্দ্র রাহাতের মোড়ে অবস্থিত বিলাস হোটেলে অভিযান চালিয়ে চক্রের এক সদস্যকে আটক করেছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে বাগেরহাট ডিবি পুলিশ হোটেলের চতুর্থ তলার সাত নম্বর কক্ষ থেকে জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ মোশারেফ মৃধা (৪২) নামে এক প্রতারককে আটক করে। আটক মো. মোশারেফ মৃধা পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সাতকাছিমা গ্রামের শাহেদ আলী মৃধার ছেলে। এ সময় তার কাছ থেকে এক হাজার টাকার ১৮টি নকল নোট, জাল নোট তৈরির ৪০ পিস সাদা কাগজ, দুই পিস কালো কাপড়, চার পিস স্বচ্ছ কাচ, রাসয়নিক (তরল) পদার্থ ভর্তি দুটি বোতল জব্দ করা হয়। বাগেরহাটের পুলিশ সুপার কে.এম আরিফুল হক (পিপিএম) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিলাস হোটেল থেকে মোশারেফ মৃধাকে আটক করা হয়েছে। তিনি তাৎক্ষনিকভাবে বিভিন্ন রাসয়নিক পদার্থ ও কাগজ দিয়ে টাকা বানিয়ে দেখাতেন এবং এই জাল টাকা মানুষের কাছে বিক্রি করতেন। রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে তিনি জাল টাকা বিক্রির উদ্দেশে বাগেরহাটে এসেছিলেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। এছাড়া এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়টি ক্ষতিয়ে দেখছে পুলিশ।

Share.