বাংলাদেশ থেকে পিরোজপুর প্রতিনিধি:পিরোজপুর-খুলনা মহাসড়কের বাগেরহাট বনগ্রাম বাজারের কাছে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে খাদে উল্টে পড়ে ৭ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার সকালে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।ঘটনার সত্যতা নিশ্চিত করে পিরোজপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া জানান, রংপুর থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী তালুকদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস সকালে বাগেরহাট মোড়লগঞ্জের বনগ্রাম নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। গাড়িতে ৭-৮ জন যাত্রী ছিল। এ সময় স্থানীয়রা বাসের মধ্যে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠান। কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে বাসটি সম্পূর্ণরূপে উদ্ধার না করা পর্যন্ত নিহতের তথ্য দেয়ার সম্ভব নয়। দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধার চেষ্টা চলছে।
বাগেরহাটে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে,আহত ৭ জন
0
Share.