বাংলাদেশ থেকে বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের কচুয়া উপজেলায় সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা শওকত হোসেন (৫০) মারা গেছেন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে আজ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা উত্তেজিত হয়ে সদর উপজেলার দেপাড়া বাজার এলাকায় জড়ো হয়ে বাগেরহাট-চিতলমারী সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।এসময় ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা খুনিদের ফাঁসির দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরে সেনাবাহিনী, বাগেরহাট সদর ও কচুয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশ। নিহত শওকত হোসেন ধোপাখালি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নব নির্বাচিত বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।উল্লেখ্য, নিহত শওকত হোসেনের ছোট ভাই লিয়াকত হোসেন ধোপাখালি ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী। তার প্রতিদ্বন্দ্বী আফজাল হোসেনও সভাপতি প্রার্থী। এই নিয়ে গত ১১ ফেব্রুয়ারি বাগেরহাট সদর উপজেলার দেপাড়া বাজারে সংর্ঘষের ঘটনায় শওকত হোসেনসহ ১৫ জন আহত হন।
বাগেরহাটে সংঘর্ষে আহত বিএনপি নেতা শওকত হোসেন,সড়ক অবরোধ
0
Share.