বাংলাদেশ থেকে বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে অবৈধভাবে ৩ হাজার ৮০ লিটার সয়াবিন তেল মজুদের দায়ে মোকবুল হোসেন নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৪ এপ্রিল) দুপুরে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় সিয়াম এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের সহকারি কমিশনার রাকিব হাসান চৌধুরী এই অর্থদ- দেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাকিব হাসান চৌধুরী বলেন, বাগেরহাটে পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। অসাধু উদ্দেশ্যে তেল মজুদ করা হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে নাগেরবাজার এলাকার সিয়াম এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়।এসময় তার দোকানে অবৈধভাবে মজুদ করে রাখা ৩ হাজার ৮০ লিটার পুষ্টি সয়াবিন তেল পাওয়া যায়। এ অপরাধে দোকান মালিক মোকবুল হোসেনকে কৃষি বিপণন আইনের ২০১৮ ধারায় ৫০ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়েছে। পরে মজুদকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করা হয়।’ অবৈধ মজুদদারদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
বাগেরহাটে সয়াবিন তেল মজুদ, ব্যবসায়ীকে অর্ধলক্ষ টাকা জরিমানা
0
Share.