সোমবার, জানুয়ারী ২০

বাঘায় ২০০ বোতল ফেনসিডিলসহ আটক ১

0

বাংলাদেশ থেকে রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় সাবর আলী নামের এক মাদক ব্যবসায়ীকে ২০০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টায় উপজেলার পলাশী ফতেপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। জানা যায়, লালপুর উপজেলার বিলমাড়িয়া গ্রামের নবির উদ্দিনের ছেলে সাবর আলী। শুক্রবার সকাল ১০টার দিকে দুটি বস্তার মধ্যে ২০০ বোতল ফেনসিডিল নিয়ে বাঘা উপজেলার হবিরচর পদ্মা নদী থেকে পলাশী ফতেপুর হয়ে লালপুরের দিকে যাচ্ছিল। এ সময় সে পলাশী ফতেপুরে পৌঁছলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে। বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ সাবর আলীকে আটক করেছে। তবে এ ঘটনায় ৪ জনকে আসামি করে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

Share.