ঢাকা অফিস: খোলাবাজারে দেদার বিক্রি হচ্ছে সরকারি হাসপাতালের বিনামূল্যে বিতরণের ওষুধ। কিছু অসাধু কর্মকর্তা, কর্মচারী আর দালালের যোগসাজশে চলে বেআইনি এ কাজ। একজনকে গ্রেপ্তারের পর তথ্য পেয়ে পুলিশ বেশ কয়েকটি সরকারি হাসপাতাল চিহ্নিত করেছে, যেখান থেকে খোলাবাজারে যায় এসব ওষুধ।ওষুধের গায়ে সরকারি মনোগ্রাম। বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ সরকারি এসব ওষুধ পাওয়া যাচ্ছে রাজধানীর বিভিন্ন ফার্মেসিতে। বিক্রি হচ্ছে চড়া মূল্যে। বিনামূল্যে বিতরণের জন্য সরবরাহ করা সরকারি ওষুধ বিক্রি হচ্ছে খোলাবাজারে এমন তথ্যের ভিত্তিতে রাজধানীর মিটফোর্ড এলাকায় কয়েকটি ফার্মেসিতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয় কয়েক লাখ টাকার বিপুল পরিমাণ ওষুধ। গ্রেপ্তার করা একজনকে।পুলিশ বলছে, সরকারি হাসপাতালের অসাধু কর্মকর্তা-কর্মচারীরা প্রথমে এসব ওষুধ বিক্রি করে একশ্রেণির দালালদের কাছে। হাত ঘুরে চলে যায় বিভিন্ন ওষুধের দোকানে। পরে চড়া মূল্যে বিক্রি হয় ভোক্তাদের কাছে।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার এইচ এম আজিমুল হক বলেন, এখানে তিনটা লেয়ারে কাজ করে। হাসপাতালে কিছু অসাধু চক্র দালালদের কাছে বিক্রি করে। এরা আবার দালালদের থেকে সংগ্রহ করে। এগুলো শুধু ঢাকা মহানগরীতে হচ্ছে, তা কিন্তু নয়। এটার অধিকাংশ ওষুধ ঢাকার বাইরে থেকে সংগ্রহ করা হয়।দেশের কয়েকটি জেলা ও উপজেলার সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এসব ওষুধ বিক্রির তথ্য পেয়েছে পুলিশ।এইচ এম আজিমুল হক আরও বলেন, তার কাছ থেকে তিন-চারটি জেলার নাম পেয়েছি। অধিকতর তথ্যের জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।সরকারি ওষুধ বিক্রির সঙ্গে জড়িত হাসপাতালের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের খোঁজে মাঠে নেমেছে গোয়েন্দারা।
বাজারে সরকারি হাসপাতালের ওষুধ
0
Share.