সোমবার, ফেব্রুয়ারী ২৪

বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় আগ্রহ নেই বিএনপির

0

ঢাকা অফিস: নতুন অর্থবছরের বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে বিএনপির আগ্রহ নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ‘আজ আদালতে গিয়েছিলাম সকালে। সেখানেও সাংবাদিকরা বারবার আমাকে প্রশ্ন করেছেন বাজেট সম্পর্কে। এখানে আমার প্রতিক্রিয়া জানতে চেয়েছেন। কী প্রতিক্রিয়া দিব এই বাজেট নিয়ে?’ বৃহস্পতিবার বিএনপির কাফরুল থানা চারটি ওয়ার্ডের কাউন্সিলে বক্তৃতাকালে তিনি একথা বলেন। রাজধানীর মিরপুরের দারুসসালামে সাবেক সংসদ সদস্য এস এ খালেকের বাড়ি সংলগ্ন মাঠে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা এর আগে বাজেটের প্রতিক্রিয়া দিয়েছি, বিভিন্ন সময় কথা বলেছি। কিন্তু এবার দিতে চাই না। দিতে চাই না যে, কোন বাজেটের প্রতিক্রিয়া দিবো? কার বাজেট? কারা এই বাজেট করছে? যারা জনগণের প্রতিনিধিত্ব নয়। তাদের বাজেট দেওয়ার কোনো অধিকার নেই।’ বাজেট নিয়ে সরকারের সমালোচনায় মির্জা ফখরুল বলেন, ‘যারা এই সমস্ত বাজেট তৈরি করে নিজেদের দলের জন্য। কী করে ভবিষ্যতে আরও লুট করবে। তার একটা হিসাব তৈরি করে।’ তিনি বলেন, ‘এবার বাজেট দিয়েছে ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার। এই বাজেট থেকে কতটা লুট করবে সেই হিসাব করা হচ্ছে। সুতরাং এই বাজেট নিয়ে কী বলব উত্তর পাই না। আমাদের সাংবাদিক ভাইদের আগ্রহ থাকে, আমরা কী বলি না বলি। আমরা এটা নিয়ে খুব বেশি কথা বলতে চাই না।’ জাতি খুব খারাপ সময় অতিবাহিত করছে উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, ‘আমরা অত্যন্ত খারাপ সময় অতিবাহিত করছি। শুধু আমাদের জন্য নয়। বিএনপির জন্য শুধু নয়। গোটা জাতির খারাপ সময় অতিবাহিত হচ্ছে। ধরেন এখন যারা জোর করে ক্ষমতা দখল করে বসে আসেন, তারা এই দেশের মানুষের সমস্ত অধিকারগুলো হরণ করেছেন। শুধু তাই না, তার এই দেশটাকে লুটপাটের রাজত্বে তৈরি করেছে। বলা যেতে পারে, লুণ্ঠনের রাজত্ব।’

Share.