বাড়ছে ধরলার পানি, কুড়িগ্রাম ও আশপাশের পানিবন্দী অন্তত ২ লাখ মানুষ

0

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে নতুন করে ধরলা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাড়ছে শঙ্কা। এতে পানিবন্দী হয়ে পড়েছে কুড়িগ্রাম ও আশপাশের অন্তত ২ লাখ মানুষ। বৃহস্পতিবার সকালে ধরলা নদীর পানি ব্রীজ পয়েন্টে ১০ সেন্টিমিটার, দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে ৩ সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে ৪৬ সেন্টিমিটার বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পা‌নি বৃদ্ধির ফলে ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তা নদীর তীরবর্তী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হ‌য়ে কয়েক হাজার পরিবার পা‌নিবন্দি হ‌য়ে পড়েছে। চর ও দ্বীপচরগু‌লো তলিয়ে যাওয়ায় আবাদি জমি, সবজি ক্ষেতসহ কয়েকটি গ্রামীণ সড়ক তলিয়ে গেছে। অন্যদিকে জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ৫১ সেন্টিমিটার উপর দিয়ে ও সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে বিপদসীমার ৮৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দি তিন লাখ মানুষ।

Share.