ঢাকা অফিস: হোটেল, রেস্তোরাঁ খাতে ভ্যাট আগের অবস্থায় (৫%) করা হয়েছে । আজ এ আদেশ জারি করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন এনবিআর সদস্য (মূসক নীতি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী। মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেন, গত ৯ জানুয়ারি অধ্যাদেশ জারি করে হোটেল, রেস্তোরাঁ খাতে ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। তবে সেটি আবারও আগের হারে ফিরিয়ে নেয়া হচ্ছে। অর্থাৎ হোটেল, রেস্তোরাঁ খাতে ভ্যাট ৫ শতাংশই থাকছে।
বাড়ছে না হোটেল-রেস্তোরাঁ খাতে ভ্যাট, থাকছে পাঁচ শতাংশই
0
Share.