স্পোর্টস ডেস্ক: লা লিগায় রিয়াল মাদ্রিদ যেন ইংলিশ প্রিমিয়ার লিগের লিভারপুল হয়ে গেছে। এক ম্যাচ বাকি থাকতে শিরোপা নিশ্চিতের পর পরের ম্যাচেই হোঁচট খেয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। লিগ থেকে রেলিগেট হয়ে যাওয়া লেগানেসের বিপক্ষে ড্র করেছে রিয়াল। অথচ আগের ম্যাচেই দুর্দান্ত খেলে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়েছিল দলটি। এবারের লিগের সব ম্যাচ শেষে বাদপড়া তিনটি ক্লাব হলো লেগানেস, মায়োর্কা ও এসপানিওল। আর সেই বাদপড়া দল লেগানেস রুখে দিল চ্যাম্পিয়ন রামোসদের। রোববার রাতের ম্যাচে সেভাবে জ্বলে উঠতে পারেনি লিগের অন্যতম সেরা খেলোয়াড় করিম বেনজেমা। কোনো গোলই পাননি তিনি। মেসিকে ছাড়িয়ে লিগের সর্বোচ্চ গোলদাতা হতে পারেননি। রোববারের ম্যাচে জয়টা লেগানেসেরই হতে পারত। পুরো ম্যাচে রিয়ালের চেয়ে বেশি আক্রমণ তারাই করেছে।কিন্তু লক্ষ্যভেদ করতে না পেরে ২-২ গোলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। তবে চ্যাম্পিয়নদের এভাবে ঘোল খাওয়াতে পারাটাও তো একরকম জয়ই বলা চলে।রোববার রাতে ম্যাচের ৯ মিনিটের মাথায় ইসকো অ্যালার্কনের এসিস্টে গোল করেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস।প্রথমার্ধের বিরতির ঠিক আগে ম্যাচে সমতা ফেরান লেগানেস ফরোয়ার্ড ব্রায়ান গিল। ১-১ গোলে বিরতিতে যায় দুই দল।দ্বিতীয়ার্ধে ফিরে ফের লিড নেয় রিয়াল। এবারও বল বানিয়ে দেয়ার ভূমিকায় ইসকো, তবে গোল করেন মার্কো অ্যাসেনসিও।২-১ গোলে এগিয়ে তৃপ্তির ঢেকুর তুলতে না তুলতেই সেই গোলও ফিরিয়ে দেয় লেগানেস।ম্যাচের ৭৮ মিনিটে ফের সমতায় ফেরে লেগানেস। এবার গোল করেন রজার অ্যাসেল।রিয়ালের বিপক্ষে ম্যাচটি ড্র করে সেই বাদপড়াদের তালিকাতেই থেকে যেতে হলো লেগানেসের। এ ম্যাচ জিতলে বাদপড়াদের তালিকায় যুক্ত হতো সেল্টা ভিগো। কারণ তাদের থেকে ১ পয়েন্ট এগিয়ে যেতো লেগানেস।৩৮ ম্যাচ শেষে লেগানেসের সংগ্রহ ৩৬ পয়েন্ট, সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগে নিজেদের স্থান ধরে রেখেছে সেল্টা ভিগো। আর রোববার পয়েন্ট ভাগাভাগির পর চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ লিগ শেষ করেছে ৮৭ পয়েন্ট নিয়ে। তবুও বার্সা থেকে ৫ পয়েন্ট এগিয়েই আছে স্প্যানিশ জায়ান্টরা।
বাদপড়া দলের কাছে হোঁচট খেল চ্যাম্পিয়ন রিয়াল
0
Share.