বাংলাদেশ থেকে বান্দরবান প্রতিনিধি:বান্দরবানের লামার মিরিঞ্জা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পর্যটকবাহী মিনিবাস গাছের সঙ্গে ধাক্কা খেয়েছে। এতে ২৫ জন পুরুষ, নারী ও শিশু আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে লামার মিরিঞ্জা পাহাড়ের মাদানীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে এক শিশুসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে প্রথমে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসা নিতে আসা বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রামে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।জানা গেছে, ঈদের ছুটিতে লোহাগাড়া উপজেলার আধুনগর ও কলাউজান এলাকার বাসিন্দারা এসআর নামে একটি মিনিবাসে করে লামায় বেড়াতে যাচ্ছিলেন। বাসটি মাদানীনগর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বড় গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে বাসে থাকা ২৫ জন আহত হন। আহতদের মধ্যে শিশু ও বৃদ্ধও রয়েছেন।ঘটনার পর স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তবে, গুরুতর আহতদের মধ্যে আমজাদ হোসেন নামক একজনের দুই পা ভেঙে গেছে। তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।লামা থানা পুলিশের উপ-পরিদর্শক রিয়াদ হোসেন জানান, দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অধিকতর চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাসটি বর্তমানে লামা ট্রাফিক হেফাজতে রয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
বান্দরবানে গাছের সঙ্গে সংঘর্ষে পর্যটকবাহী বাস দুর্ঘটনার শিকার
0
Share.