বাফুফে নির্বাচনের ভোটগ্রহণ শেষ, কিছুক্ষণ পরই ফলাফল

0

ঢাকা: আনুষ্ঠানিকভাবে শেষ হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে নির্বাচনের ভোট গ্রহণ। এখন চলছে ভোট গণনা। এবারের নির্বাচনে ১৩৯ জন কাউন্সিলরের মধ্যে ভোট দিয়েছেন ১৩৫ জন। এর আগে বিকেল ৩টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আনাগোনা বাড়ে ভোটারদের। ভোটকেন্দ্রের বাইরে অবস্থান করে ভোট দিতে আসা কাউন্সিলরদের কাছে শেষমুহূর্তেও ভোট চান প্রার্থীরা।এবারের বাফুফের নির্বাচনে মোট ৪৭ জন প্রার্থী। ভোটার ১৩৯ জন। তবে এজিএম ও নির্বাচনে ১৩৭ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। অনুপস্থিত দুইজন চট্টগ্রাম আবাহনীর কাউন্সিলর তরফদার রুহুল আমিন ও ফরিদপুরের খন্দকার নাজমুল ইসলাম। এরা দুইজন ছাড়াও ভোট দেননি আরেক কাউন্সিলর সাফওয়ান সোবহানও। নির্বাহী কমিটি ২১ সদস্যের হলেও সবার নজর সভাপতি পদে। এতদিন কাজী সালাউদ্দিনের একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে সাবেক অধিনায়ক ও কোচ শফিকুল ইসলাম মানিক থাকলেও শেষমুহূর্তে নাটকীয়ভাবে নিজেকে সভাপতি পদে প্রার্থী ঘোষণা করেন আরেক সাবেক কিংবদন্তি ফুটবলার বাদল রায়। এর আগে অসুস্থতার কথা বলে নিজের প্রার্থীতা বাতিল করেছিলেন তিনি। শেষবেলায় তিনিও যোগ দেয়ায় জমে উঠেছে ত্রিমুখী লড়াই। সভাপতি পদে তিনজন প্রার্থী হলেও দ্বিমুখী লড়াই হচ্ছে সিনিয়র সহ-সভাপতি পদে। এই পদের জন্য লড়ছেন দুই সাবেক তারকা আবদুস সালাম মুর্শেদী ও শেখ মোহাম্মদ আসলাম।সন্ধ্যা ৭ টার মধ্যে সভাপতি ও সিনিয়র সহ সভাপতির ফলাফল পাওয়া যাবে।

Share.