স্পোর্টস ডেস্ক: টানা ১২৫৮ দিন ওয়ানডের ব্যাটিং র্যাংকিংয়ে ১ নম্বরে থাকা বিরাট কোহলিকে পেছনে ফেলে শীর্ষে উঠেছেন বাবর আজম। টি-টোয়েন্টিতে এক নম্বর ব্যাটসম্যান হবার স্বাদ নিয়েছিলেন তিন বছর আগেই।বাবর পাকিস্তানের চতুর্থ ক্রিকেটার হিসেবে এই স্বাদ পেয়েছেন। তার আগে জহির আব্বাস (১৯৮৩-৮৪ মৌসুম), জাভেদ মিয়াঁদাদ (১৯৮৮-৮৯ মৌসুম) এবং মোহাম্মদ ইউসুফ (২০০৩ সালে) হন এক নম্বর ব্যাটসম্যান।
বাবরের লক্ষ্য এবার টেস্টের ‘এক’
0
Share.