বুধবার, ডিসেম্বর ২৫

বাবার উপর অভিমান করে আটতলা তলা লাফিয়ে পরে শিক্ষার্থীর আত্মহত্যা

0

ঢাকা অফিস: রাজধানীর কোতোয়ালির শাঁখারী বাজার কৈলাস ঘোষ লেনের একটি বাসার ৮তলা থেকে নিচে পরে অর্পণ কর্মকার(১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু। সুএাপুরে কলেজিয়েট উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীর শিক্ষার্থী। বৃহস্পতিবার ( ২৫ এপ্রিল ) বিকেল চারটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে বিকেল সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎস মৃত ঘোষণা করে। নিহতের বাবা দীপঙ্কর কর্মকার জানান, তুচ্ছ বিষয় নিয়ে ওর বোনের সঙ্গে কাটাকাটির এক পর্যায়ে আমি অর্পণকে বকাঝকা করি এতে অর্পণ আমার উপর অভিমান করে বাসার আরতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে সে গুরুতর আহত হন। পরে আমরা তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে একটি হাসপাতাল অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানা এলাকায়। বর্তমানে, কোতোয়ালির কৈলাস ঘোষ লেন ৬ নম্বর বাসার ছয় তলায় থাকতাম। আমার দুই মেয়ে একটাই মাত্র সন্তান ছিল। আমার সন্তান, সুএাপুরে কলেজিয়েট উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

Share.