সোমবার, জানুয়ারী ২৭

বার্সার মাঠে গিয়ে একটি ম্যাচও হারেননি জিদান!

0

স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেয়ার পর টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেই কোচ হিসেবে কিংবদন্তির কাতারে নাম লিখে ফেলেছিলেন জিনেদিন জিদান। একটি লা লিগা শিরোপাও উপহার দিয়েছিলেন তিনি। কিন্তু সেই জিদানই কি না তিন নম্বর চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর রিয়ালের কোচের দায়িত্ব ছাড়েন। তবে দুইজন কোচ পাল্টিয়েও যখন রিয়ালের অবস্থা ফেরাতে পারলো না টিম ম্যানেজমেন্ট, তখন আবারও তারা জিদানের দ্বারস্থ হলো। যদিও এবার সেই জিদানের অধীনে লা লিগায় রিয়ালের শুরু হয়েছিল অম্ল-মধুর। আশানুরুপভাবে এগিয়ে যেতে পারছে না তারা। এরই মধ্যে বিলম্বে হলেও চলে এলো এল ক্ল্যাসিকো। বার্সেলোনার মাঠে গিয়ে খেলতে হবে। কাতালুনিয়ার স্বাধীনতা সংগ্রামীদের পক্ষ থেকে হুমকি ছিল। তবুও রিয়াল মাদ্রিদ গিয়ে খেলে এলো বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে। তুমুল লড়াইয়ের পরও শেষ পর্যন্ত কেউ জিততে পারেনি। গোলশূন্য ড্র হয়েছিল ম্যাচটি। অবশ্যই জিদানের মূল লক্ষ্য হচ্ছে লা লিগা জয় করা। কিন্তু লিগের প্রথম পর্বের দুই ম্যাচ বাকি থাকতে এখন রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলে বার্সার সঙ্গে যৌথভাবেই শীর্ষে অবস্থান করছে। যদিও সেভিয়ার মাঠে গিয়ে ২০১৫ সালের পর এই প্রথম জয় পেয়েছে লজ ব্লাঙ্কোজরা। ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ভ্যালেন্সিয়ার সঙ্গে। সর্বশেষ ড্র করলো বার্সেলোনার সাথে। মেসটালা স্টেডিয়ামে ইডেন হ্যাজার্ড এবং ক্যাসেমিরোকে ছাড়া খেলতে গিয়ে শুরুতে পিছিয়ে পড়েছিল রিয়াল। পরে করিম বেনজেমার গোলে সমতায় ফেরে তারা। একই স্ক্রিপ্ট লেখা হয়েছিল ন্যু ক্যাম্পেও। এখানে শুধুমাত্র মার্ক আন্দ্রে টার স্টেগান আর জেরার্ড পিকে গোল হতে দেননি। না হয়, রিয়াল মাদ্রিদ খেলেছে দুর্দান্ত। গোল পাওয়ারও ছিল দাবিদার। চমকৎকার বিষয় হলো, ন্যু ক্যাম্পে কোচ হিসেবে হারের স্বাদ কেমন সেটা পাওয়া হয়নি জিনেদিন জিদানের। এখনও পর্যন্ত বার্সার মাঠে কোচ হিসেবে ডাগআউটে দাঁড়িয়েছেন তিনি মোট ৫বার। কিন্তু একবারও তিনি হারেননি। এর মধ্যে দুটিতে জিতেছেন এবং তিনটিতে ড্র করেছেন। করেছেন ৮ গোল এবং হজম করেছেন ৫ গোল। ধীরে ধীরে রিয়াল মাদ্রিদকে পরিবর্তন করে সেরার জায়গায় নিয়ে আসছেন জিদান। সবচেয়ে বড় কথা, তার এখন একমাত্র লক্ষ্য লা লিগা শিরোপা জয় করা। টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জয় করা জিদান যদি লা লিগা জিততে পারেন, নিশ্চিত তিনি হয়ে যাবেন বিশ্ব ফুটবলের কোচিং জায়ান্ট।

Share.