বালিতে জি-২০ সম্মেলনে যোগদানের নৈতিক অধিকার নেই রাশিয়ার: ব্রিটেন

0

 ডেস্ক রিপোর্ট: ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত জি-২০ জোটভুক্ত দেশগুলোর সম্মেলনে রাশিয়ার অংশগ্রহণের নৈতিক অধিকার নেই বলে বক্তব্য দিয়েছে ব্রিটেন। শনিবার (২০ আগস্ট) শুক্রবার ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জি-২০ দেশগুলোর সম্মেলনে রাশিয়ার অংশগ্রহণের বিষয়ে নিজ দেশের প্রতিক্রিয়া জানান। মুখপাত্র বলেন, ইউক্রেনে আগ্রাসন অব্যাহত রেখে জি-২০ জোটভুক্ত দেশগুলোর সম্মেলনে অংশগ্রহণের নৈতিক ভিত্তি নেই রাশিয়ার। সম্মেলনে রাশিয়ার আগ্রাসনের প্রভাব ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতিনিধিত্বের বিষয়ে ইন্দোনেশিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানায় ব্রিটেন। আগামী নভেম্বর মাসে ইন্দোনেশিয়া জি-২০ জোটভুক্ত দেশগুলোর আয়োজক দেশ। গত শুক্রবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জানান, সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং উপস্থিত থাকবেন। ইউক্রেনে সামরিক অভিযান ও তাইওয়ান ইস্যুতে উত্তেজনা বৃদ্ধির পর এটিই দুই নেতার প্রথম মুখোমুখি বৈঠক হবে। এছাড়া করোনা মহামারির কারণে বিদেশ সফর থেকে বিরত ছিলেন শি জিনপিং। ২০২০ সালে জানুয়ারির পর এটিই তার প্রথম বিদেশ সফর হবে। এর আগে ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে জি-২০ সদস্যপদ বাতিলের আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র। পাশাপাশি পুতিনকে সম্মেলনে যোগদানের আহ্বান না জানাতেও আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। তবে এক্ষেত্রে উভয় দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। তিনি ব্লুমবার্গকে বলেন, ‘বড় দেশগুলোর মধ্যে বিরোধিতা সত্যিই উদ্বেগজনক। আমরা এ অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা চায়। যেন আমরা অর্থনৈতিক উন্নতি করতে পারি।’এর আগে চলতি সপ্তাহের শুরুতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জানিয়েছিলেন, ইউক্রেন ও রাশিয়া তাকে ‘শান্তির সংযোগ’ হিসেবে গ্রহণ করেছে। গত জুন মাসে তিনি প্রথম এশিয়ার কোনো দেশের নেতা হিসেবে কিয়েভ ও মস্কো সফর করেন। সফরকালে পুতিন ও জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। এসময় তিনি যুদ্ধ বন্ধের পাশাপাশি বিশ্বে খাদ্য সংকট সমাধানের জন্য উভয় দেশের প্রতি আহ্বান জানান।

Share.