সোমবার, ডিসেম্বর ২৩

বাসচাপায় মা-ছেলেসহ নিহত তিন

0

ঢাকা অফিস: বরগুনার আমতলীতে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আজ শনিবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলীর একে স্কুল চৌরাস্তা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নুপুর (৩৫) নামে এক নারী ও তার স্কুল পড়ুয়া ১২ বছর বয়সী ছেলের আংশিক পরিচয় পাওয়া গেলেও নিহত অন্য নারীর পরিচয় পাওয়া যায়নি। নিহত নুপুরের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী গ্রামে। তার স্বামী সিঙ্গাপুর প্রবাসী।

Share.