শুক্রবার, জানুয়ারী ২৪

বাসন্তি রঙে নজরকাড়া রূপে উত্তাপ ছড়াচ্ছেন জয়া

0

বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। হলুদ শাড়িতে তার নজরকাড়া রূপে মেতেছে নেটিজেনরা। বসন্তের রং লেগেছে চারদিকে। সেই ছোঁয়ায় নিজেকে রাঙিয়েছেন। জয়া আহসান সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি পোস্ট করে সরব উপস্থিতির জানান দেন। এবার তিনি বসন্তের ছোঁয়ায় নিজেকে মেলে ধরেছেন। অভিনেত্রীর ভেরিফায়েড পেজে ছবিগুলো পোস্ট করে অন্তর্জালে ঝড় উঠেছে। জয়ার রূপ অনেক আগেই ভক্তদের হৃদয়ে দাগ কেটেছে। অনেকের ধারণা—দিন বাড়ার সঙ্গে সঙ্গে জয়ার রূপও বেড়ে চলেছে। কেউ কেউ মনে করেন, জয়ার বয়স একটি ঘরেই আটকে আছে। এজন্যই তিনি চিরসবুজ। নতুন এই ছবিগুলোতে চিরতরুণী আবেদনময়ী এক জয়াকে আবিষ্কার করেছেন তার অনুরাগীরা।

Share.