সোমবার, ডিসেম্বর ৩০

বাসভবনে ফিরেছেন ইমরান খান

0

ডেস্ক রিপোর্ট: বাড়ি ফিরলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দুইদিন জেলে আটকা থাকার পর শনিবার ভোরে লাহোরের জামান পার্কের বাড়িতে পৌঁছান তিনি। ইমরানের অভিযোগ, ইসলামাবাদের পুলিশ প্রধান তাকে জোর করে আটকে রাখতে চাইছিলেন।  ইসলামাবাদ থেকে লাহোর পর্যন্ত ইমরানের সঙ্গে ছিলেন তার দলের সমর্থকরা। বাড়ি পৌঁছে ইসলামাবাদ পুলিশের ইন্সপেক্টর জেনারেলের বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেন পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান। ইমরান দাবি করেন, কিছুতেই তাকে ইসলামাবাদ হাইকোর্ট থেকে বেরতে দিচ্ছিলেন না ওই পুলিশ কর্মকর্তা। জামিন পাওয়ার পরও নিরাপত্তার অজুহাতে তাকে প্রায় তিন ঘণ্টা ধরে আটকে রাখা হয়। পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনে ইমরান বলেন, আমরা তাকে (ইন্সপেক্টর জেনারেল) স্পষ্ট ভাষায় জানাই, এই অপহরণের কথা গোটা পাকিস্তান জানতে পারবে। একথা বলার পর বাধ্য হয়ে তিনি আমাদের মুক্তি দেন। বাইরে এসে দেখলাম রাস্তায় সেই অর্থে কোনো ভিড় বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো কারণ নেই। মঙ্গলবার পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরানকে গ্রেপ্তার করে পুলিশ। কার্যত টেনেহিঁচড়ে ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে তাকে নিয়ে যাওয়া হয়। তারপরই আগুন জ্বলে উঠে পাকিস্তানে। গেল বৃহস্পতিবার তার গ্রেপ্তারকে বেআইনি আখ্যা দিয়েছিল পাক সুপ্রিম কোর্ট।

Share.