বাসায় বাথরুমের পানির বালতিতে পড়ে এক শিশুর মৃত্যু

0

ঢাকা অফিস: ওয়ারীর বনগ্রাম রোডের একটি বাসায় বালতির পানিতে ডুবে আমেনা(০১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে । শনিবার(১৮ মে ) সকাল সাড়ে দশটার দিকে ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করে। শিশু মা খোদেজা আক্তার জানান,সকালের নাস্তা বানানোর সময় আমার মেয়ে খেলতে খেলতে বাথরুমে চলে যায় বালতির পানি দিয়ে খেলার সময় বালতির পানিতে পড়ে যায়।আমার মেয়েকে অনেক খোঁজাখুঁজির পর বাথরুমের বালতিতে গিয়ে দেখি পানির মধ্যে আমার মেয়ে উপুড় হয়ে পড়ে আছে।পরে অচেতন অবস্থায় দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি ফেনী সদর জেলার শিলুয়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে। বর্তমানে,ওয়ারী এলাকার বনগ্রাম রোডের আশরাফ গার্ডেনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে ৩৭/৭ নম্বর বাসায় ভাড়া থাকতেন।আমার স্বামী নবাবপুরে মেশিনারি পার্টস ব্যবসায়ী।আমার দুই মেয়ে এক ছেলে মধ্যে সে ছিল ছোট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Share.