‘বাসায় থেকে পরিবারকে সময় দিচ্ছি’

0
বিনোদন ডেস্ক: করোনা ভাইরাসের প্রাদুুর্ভাব এখন সারা বিশ্বে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাংলাদেশেও এ ভাইরাসের সংক্রমণবেড়েই চলেছে। এ কারণে সারাদেশে সাধারণ  ছুটি চলছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। যার ফলে ঘরবন্দি মানুষ। শোবিজ তারকারাও ঘরেই পার করছেন বেশিরভাগ সময়। সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা বেশ কিছু দিন যাবৎ বাসাতেই রয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, এখন তো বাসায় থাকাই আসলে সবার প্রধান কাজ হওয়া উচিত। নিজেকে, নিজের পরিবারকে ও অন্য সবাইকে নিরাপদে রাখতে হলে অবশ্যই বাসায় থাকতে হবে। আমি এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমার ভক্ত-শ্রোতাদের বলছি বাসায় থাকার জন্য। গানের ব্যস্ততার কারণে পরিবারকেতো বেশি সময় দেয়া হয় না। তাই আমি এখন বাসায় থেকে পরিবারকে সময় দিচ্ছি। আর সবার জন্য দোয়া করছি আল্লাহর কাছে। এভাবেই সময় কাটছে। এখন ক্রাইসিস সময় যাচ্ছে সারা পৃথিবীতে। সব মানুষ একটা অনিশ্চয়তার মধ্যে আছে। তবে এই সময় বাসায় থাকলে আমরা হয়তো এই খারাপ সময়টা কাটিয়ে উঠতে পারবো। সবাইকে বাসায় থাকার অনুরোধ করছি। আর যে যে নিয়মগুলোর কথা বলা হচ্ছে সেগুলো পালন করতে হবে। বার বার সাবান দিয়ে হাত ধুতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে। আর একটি কথা বলতে চাই। এখন নিম্ন আয়ের মানুষেরা সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন। যেহেতু কাজ এখন বন্ধ। তাই তারা বিপাকে পরেছেন পরিবার নিয়ে। সেদিক থেকে আমরা যারা ভালো আছি, তাদের পাশে দাঁড়ানো উচিত। যার যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারা ভালো থাকতে পারবে এই কঠিন সময়ে। এই সময়টায় দূরে থেকেও কাছে থাকতে হবে সবার।

Share.