শুক্রবার, ডিসেম্বর ২৭

বাসের ধাক্কায় বঙ্গবন্ধু টানেলে প্রাইভেটকারের ৩ যাত্রী আহত

0

বাংলাদেশ থেকে চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বঙ্গবন্ধু টানেলে বাসের ধাক্কায় একটি প্রাইভেটকারের তিন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। টানেল কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী তানভীর রিফাত গণমাধ্যমকে জানান, রাত ৮টা ৫০ মিনিটের দিকে আনোয়ারাগামী একটি বাস পেছন থেকে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের তিন যাত্রী আহত হন। তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। আমরা গাড়ি দুটি জব্দ করেছি। কিন্তু বাসের চালক পালিয়ে গেছে। টানেল কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম জানান, আমরা এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। এই দুর্ঘটনায় টানেলের কোনো ক্ষতি হয়নি।

Share.