শুক্রবার, ডিসেম্বর ২৭

বাসে দুর্বৃত্তদের দেয়া আগুনে রিকশা চালক আব্দুল জব্বার দগ্ধ

0

ঢাকা অফিস: রাজধানীর যাত্রাবাড়ী ফলপট্টি এলাকায় অনাবিল পরিবহনের বাসে দুর্বৃত্তদের দেয়া আগুনে আব্দুল জব্বার (৪০) নামে এক ব্যাক্তি দগ্ধ।পেশায় তিনি একজন রিকশা চালক। শনিবার (১১ নভেম্বর) রাত ৯ টার দিকে এই ঘটনাটি ঘটে,পরে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে ভর্তি করা হয়েছে। দগ্ধের ছেলে ফরিদুল জানান, আমার বাবা রামপুরা মোল্লাবাড়ি এলাকায় থাকেন ওই এলাকায় রিকশা চালান পাঁচ মাস ধরে। আজ আমার চাচা বাসায় নারায়ণগঞ্জে যাওয়ার পথে অনাবিল গাড়িতে দগ্ধ হন তিনি। পরে আমরা খবর পেয়ে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্নে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়। চিকিৎসক জানিয়েছে আমার বাবার দুহাত দু পা শরীরে দগ্ধ হয়েছে। তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার মোঃ সফরদী আলীর সন্তান। বর্তমানে রামপুরা মোল্লাবাড়ি এলাকায় থাকতেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান যাত্রাবাড়ী এলাকা থেকে এক বাসযাত্রী দগ্ধ হয়ে এসেছে। তার দুই পা ,দুই হাত, ও শরীরে দগ্ধ হয়েছে তাকে ভর্তি দেওয়া হয়েছে। তার অবস্থা সংক্রামুক্ত নয়।

Share.