বাস উল্টে ২ নারীসহ নিহত- ৩

0

ঢাকা অফিস: হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাস উল্টে দুই নারী ও বাস চালকের সহকারীর মৃত্যু হয়েছে । এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। উপজেলার কামাইছড়া এলাকায় আজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে বলে সাতগাঁও হাইওয়ে থানার ওসি মাসুক আলী জানান। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। ওসি বলেন, “শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ যাওয়ার পথে বাসটি উল্টে যায়। এ সময় বাসের দুই নারী যাত্রী ও চালকের সহকারীর মৃত্যু হয়।” এ ঘটনায় আহত পাঁচজনকে বাহুবল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Share.