বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে আহত-৫

0

ঢাকা অফিস: রাজধানী ডেমরা স্টাফ কোয়াটার্স এলাকায় বাস মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। আহতরা হলেন, সৌদি প্রবাসী মোঃ শহীদুল ইসলাম( ৪৫),তার ছেলে মোঃ সাইফুল ইসলাম(২০),মোঃ ইমরান(৩০),মোঃ মামুন (২৭) ও মাইক্রোবাস চালক মোঃ আল-আমিন (৩০)। মঙ্গলবার (০৫ ডিসেম্বর) ভোরের দিকে এই দুর্ঘটনাটি ঘটে।পরে আহত অবস্থায় তাদের পাঁচজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসালে চিকিৎসা দেওয়া হয়। তাদেরকে নিয়ে আসা মোঃ শামীম জানান, আমার ভাই সৌদি আরব থেকে মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিকবিমানবন্দর এসে পৌঁছায় পরে ওখান থেকে মাইক্রোবাস নিয়ে কুমিল্লায় যাওয়ার পথে মাইক্রোবাসটি ডেমরার স্টাফ কোয়াটার্স এলাকায় আসা মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মাইক্রো বাসের চালকসহ পাঁচজনই আহত হয়।পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসালে এদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। ও আমার ভাতিজা সাইফুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ও মাইক্রোবাস চালক মোঃ আল-আমিনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় মাইক্রোবাস ও বাসে সংঘর্ষে পাঁচজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে এদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং মাইক্রোবাস চালককে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে ও একজনকে অন্য একটি হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।

Share.