বুধবার, জানুয়ারী ২২

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাজবাড়ীতে নিহত-১,আহত- ৬

0

বাংলাদেশ থেকে রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনার আরও ছয়জন আহত হয়েছে। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার (২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, রাজবাড়ী জেলা শহর থেকে ছেড়ে যাওয়া ফরিদপুরগামী একটি বাস কামালদিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক দুপাশে রাস্তার নিচে খালের মধ্যে গিয়ে পরে এবং উভয়যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পাশেই অবস্থান করা সেনাবাহিনীর সদস্যরা এবং রাজবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা পরিচালনা করে। উভয় যানের আহত সাতজনকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেবার পর চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে। আহত অন্যদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

Share.