বুধবার, জানুয়ারী ২২

বিআরটিএ থেকে যেকোনো মূল্যে দালালের দৌরাত্ম্য দূর করতে হবে: কাদের

0

ঢাকা অফিস: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে (বিআরটিএ) কোনো ধরনের রাজনৈতিক তদবিরে বদলি না করতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে তিনি এই সংস্থায় দালালের দৌরাত্ম বন্ধের দির্দেশ দিয়েছেন। সোমবার দুপুরে বিআরটিএর প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেন মন্ত্রী। বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারসহ অন্য কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে অনেকে গাড়ি ও চালকের লাইসেন্সের জন্য আবেদন করে অপেক্ষা করছেন। আগামী চার মাসের মধ্যে অপেক্ষমাণ সব গ্রাহককে লাইসেন্স দিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন সড়ক পরিবহনমন্ত্রী। তিনি বলেন, বিআরটিএ থেকে যেকোনো মূল্যে দালালের দৌরাত্ম্য দূর করতে হবে। বিআরটিএর কোনো কর্মকর্তার বদলিতে রাজনৈতিক তদবির কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানান ওবায়দুল কাদের। বলেন, কোনো কর্মকর্তার জরুরি বদলির প্রয়োজন হলে তা নিয়মের মধ্যে করা হবে। গত এক দশকে দেশের অন্যান্য খাতের পাশাপাশি সড়কেও উন্নয়ন হয়েছে। মন্ত্রী সড়ক পরিবহন কর্তৃপক্ষের কর্মকর্তাদের মনে করিয়ে দেন, সড়কে শৃঙ্খলা না এলে যতই উন্নয়ন হোক তাতে কোনো লাভ হবে না। যেকোনো মূল্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

Share.