বিএনপিকে ডাকা হয়েছে, তারা চা খেতেও আসেনি: কাজী হাবিবুল আউয়াল

0

ঢাকা অফিস: নির্বাচন নিয়ে আলোচনার জন্য বিএনপিকে ডাকা হলেও নির্বাচন কমিশনের ডাকে সাড়া দেয়নি দলটি। এ নিয়ে নির্বাচন কমিশনের অবস্থান তুলে ধরলেন প্রতিষ্ঠানটির প্রধান (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির আচরণে আক্ষেপ প্রকাশ করেন সিইসি। কমিশন তারপরেও বিএনপিকে আলোচনার আহ্বান জানিয়ে যাবে বলে জানান তিনি। সাংবাদিকদের সিইসি বলেন, ‘বিএনপিকে ডাকা হয়েছে, তারা চা খেতেও আসেনি। তবুও নিরন্তর আহ্বান জানিয়ে যাবে কমিশন। তাদের প্রতি আহ্বান থাকবে, মাঠের সমস্যা নিরসন করুক। ‘ এখন অবধি নির্বাচনের প্রত্যাশিত অনুকূল পরিবেশ হয়ে ওঠেনি বলেও মন্তব্য করেন সিইসি। গত ১৫ অক্টোবর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘বিএনপি নির্বাচনে এলে আমরা খুশি হব। উনাদের দাবি যাদের কাছে আছে সেটা তাদের কাছে আছে। আমরা চাই তারা নির্বাচনে অংশগ্রহণ করুক আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত। ‘ এদিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নতুন রাজনৈতিক মামলা না দেওয়া এবং পুরনো মামলায় গ্রেপ্তার না করতে অনুরোধও জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।

Share.