বিএনপিকে বিরোধী দল বলার সুযোগ নেই: আসাদুজ্জামান খান

0

ঢাকা অফিস: সংসদে বিএনপির প্রতিনিধিত্ব না থাকায় তাদের বিরোধী দল বলার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ফলে এখন আর তারা বিরোধী দল নয় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, বিএনপি ষড়যন্ত্রে বিশ্বাস করে, হরতাল অবরোধের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে কাজ করছে। এসব ষড়যন্ত্রে জনগণ সাড়া দেয়নি। হাইওয়ে পুলিশ এবং পরিবহন মালিক-শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে বিএনপির অগ্নিসন্ত্রাস রুখে দিয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, দেশব্যাপী নিরাপদ যোগাযোগ ব্যবস্থা চালু করতে কাজ করছে সরকার। হাইওয়ে পুলিশের সক্ষমতা বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমদ, হাইওয়ে পুলিশ প্রধান শাহাবুদ্দিন খানসহ পরিবহন মালিক-শ্রমিক নেতারা।

Share.