ঢাকা অফিস: দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমানকে জামিন দিয়েছেন আপিল বিভাগ। বুধবার (২০ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। ২০০৭ সালের ২১ জুন অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের বিবরণীতে তথ্য গোপনের দায়ে আমানউল্লাহ আমানকে ১৩ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত। একইসাথে অপরাধে প্ররোচনা দেওয়ার জন্য দোষী সাব্যস্ত হওয়ায় একই আদালত তার স্ত্রী সাবেরাকেও ৩ বছরের কারাদণ্ড দেন। সম্প্রতি তাদের করা আপিল খারিজ করে বিচারিক আদালতের সাজার রায় বহাল রাখেন হাইকোর্ট। এরপর দুই সপ্তাহের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে কারাগারে পাঠায় আদালত।
বিএনপির আমানউল্লাহ আমানের জামিন, বাধা নেই কারামুক্তিতে
0
Share.