বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

বিএনপির ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই: কাদের

0

ঢাকা অফিস: বিএনপি দলের মাঝে কোনো গণতন্ত্র নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আর এ করণেই উপজেলা পরিষদ নির্বাচনে তাদের ৭৩ জন প্রার্থীকে বহিষ্কার করেছে। শনিবার (২৭ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকীতে সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই, বরং তারা গণতন্ত্রকে হত্যা করেছে। বিএনপির দলের ভেতরেই গণতন্ত্র নেই, তারা কীভবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? তিনি বলেন, দাসত্বের তকমাটা আওয়ামী লীগের সাথে নয়, বিএনপির সাথেই যায়। বিএনপি জনগণের সমর্থনকে মূল্য না দিয়ে বিদেশিদের মন জয় করে ক্ষমতায় যেতে চায়।

Share.