ঢাকা অফিস: হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনসহ ৬ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। কারাগারে যাওয়া অন্য আসামিরা হলেন-অ্যাডভোকেট মো. আলমগীর, অ্যাডভোকেট তৌহিদ, ফিরোজ কিবরিয়া, মোস্তাফিজুর রহমান ও রিয়াজ। শুক্রবার (২৯ নভেম্বর) ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসী এই আদেশ দেন। একইসঙ্গে ৬ আসামির মধ্যে মোস্তাফিজুর রহমানকে কারা ফটকে জিজ্ঞাসাবাদেরও নির্দেশ দিয়েছেন। এর আগে, আসামি মোস্তাফিজুর রহমানের সাত দিন রিমান্ড এবং অন্য পাঁচ আসামিকে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা (ডিবি পুলিশের পরিদর্শক) মো. দেলোয়ার হোসেন। এদিকে, আসামিদের জামিনের আবেদন করেন আইনজীবী। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক মোস্তাফিজুর রহমানের রিমান্ড নামঞ্জুর করে চার কার্যদিবসের মধ্যে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। অন্য ৫ আসামির জামিন শুনানির জন্য (১ ডিসেম্বর) রবিবার দিন ধার্য করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে বিএনপির নেতাকর্মীরা হাইকোর্টের সামনে অবস্থান নেন। বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে পুলিশ তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ ও বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ছোড়ে। পুলিশের ধাওয়ায় নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার সময় রাস্তায় গাড়ি ভাঙচুর করার অভিযোগ এনে শাহবাগ থানার উপ-পরিদর্শক মতিউর রহমান মামলা দায়ের করেন।