বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

বিএনপির জরুরি সংবাদ সম্মেলন দুপুরে

0

ঢাকা অফিস:  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি না দেওয়ায় দলের পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। মঙ্গলবার (১১ মে) দুপুর ১২টায় রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।তিনি জানান, চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাত্রায় সরকারের অনুমতি না দেওয়া প্রসঙ্গে দলের মহাসচিব সংবাদ সম্মেলনে কথা বলবেন।

Share.