ঢাকা অফিস: ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘তারুণ্যের সমাবেশ’ করবে বিএনপির তিন যুব-ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। পাঁচটি বড় শহরে ‘তারুণ্যের সমাবেশ’ করার পর আজ শনিবার বেলা দুইটায় সোহরাওয়ার্দী উদ্যানে শেষ সমাবেশ করবে সংগঠনগুলো। এদিকে গত ডিসেম্বর থেকে আওয়ামী লীগ বিএনপির কর্মসূচির পাল্টা কর্মসূচি পালন করছে। আজ ঢাকায় আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি না থাকলেও যুবলীগ বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করবে। জানা গেছে, বিএনপির তারুণ্যের সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সমাবেশ সফল করতে সব জেলা, মহানগর এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেবেন। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বাইরে অন্য অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেবেন। চাকরিবঞ্চিত, ‘গুমের শিকার’ ও ‘নিখোঁজ’ নেতা-কর্মীদের পরিবারের সদস্য, ভোটার হওয়ার পর এখন পর্যন্ত ভোট দিতে না পারা তরুণ এবং আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত কয়েকজন বক্তব্য দিতে পারেন। বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, ঢাকার এই সমাবেশে মূলত আন্দোলনের মাঠ না ছাড়ারই ঘোষণা দেবে বিএনপি। একই সঙ্গে বর্তমান ‘অরাজক’ পরিস্থিতির পরিবর্তনে তরুণদের এগিয়ে আসার ডাক দেওয়া হবে। তারুণ্যের সমাবেশের পর এক দফায় সর্বশক্তি দিয়ে এগোবে বিএনপি। বিএনপির এর আগের কর্মসূচিগুলোর ধারাবাহিকতায় ঢাকায় আজ পাল্টা কর্মসূচি দেয়নি আওয়ামী লীগ। যুবলীগ বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করবে।
বিএনপির তারুণ্যের সমাবেশ, যুবলীগের বিক্ষোভ মিছিল
0
Share.