শুক্রবার, জানুয়ারী ২৪

বিএনপির নির্বাচনে না আসার সিদ্ধান্ত তাদের নেতাকর্মীরাই মেনে নিতে পারছে না: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

0

ঢাকা অফিস: বিএনপির নির্বাচনে না আসার সিদ্ধান্ত তাদের নেতাকর্মীরাই মেনে নিতে পারছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দলটির অনেক নেতাই স্বতন্ত্র নির্বাচন করবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, বিএনপিকে নির্বাচনে থেকে দূরে রাখার কোনো প্রচেষ্টা নেই সরকারের। বিএনপির নির্বাচনে না আসার সিদ্ধান্ত তাদের নেতাকর্মীরাই মেনে নিতে পারছে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৮ অক্টোবরের পর গ্রেপ্তার ও মামলা দেয়ার সংখ্যা কমেছে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকেই আটক বা গ্রেপ্তার করা হচ্ছে না। এসময় আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন ঘোষিত তফসিল অনুযায়ী হবে বলেও জানান তিনি।

Share.