বিএনপি’র পদযাত্রায় পুলিশের লাঠিচার্জ আহত-২৫

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়েছে বিএনপির পদযাত্রা। শনিবার সকালে পৌর শহরের বনানী মোড়স্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় বিএনপির ২৫ নেকাকর্মী আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল আটা সহ লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পদযাত্রার আহবান করে জেলা বিএনপি। সকালে বিভিন্ন ইউনিয়ন থেকে পদযাত্রা সহকারে জেলা বিএনপি কার্যালয়ের সম্মুখ্যে জড়ো হয় বিএনপি নেতাকর্মীরা। পরে সেখান থেকে পদযাত্রা শুরু করে পৌর শহরের দিকে রওয়ানা দেয় জেলা বিএনপির নেতাকর্মীরা। এসময় পৌর সভার সামনে পৌছলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, শান্তি শৃংখলার রক্ষার্থে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

Share.