শুক্রবার, ডিসেম্বর ২৭

বিএনপির মিডিয়া সেলের কর্মী মাহবুব মানিক মারা গেছেন

0

ঢাকা অফিস: বিএনপির মিডিয়া সেলের কর্মী মাহবুব মানিক মারা গেছেন। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। শায়রুল জানান, বিএনপির মিডিয়া সেলের সামাজিক যোগাযোগ মাধ্যম সমন্বয়ক মাহবুব মানিক মারা গেছেন। সকালে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। জানা গেছে, মাহবুব মানিককে ২৮ অক্টোবর রাতে গুলশান চেয়ারপার্সন অফিসের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। ১৯ নভেম্বর জামিনের পর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান। তারপর থেকেই মানসিকভাবে খুব চাপে ছিলেন তিনি। আজ শুক্রবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান।

Share.