বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

বিএনপির সঙ্গে আওয়ামী লীগ পাল্টাপাল্টি কোনো কর্মসূচি দেবে না: কাদের

0

ঢাকা অফিস: বিএনপির সঙ্গে আওয়ামী লীগ পাল্টাপাল্টি কোনো কর্মসূচি দেবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সারাদেশে আওয়ামী লীগ তাদের পূর্বঘোষিত কর্মসূচি পালন করছে। শুক্রবার (২৮ জুন) জাতীয় সংসদ ভবন এলাকায় এক বাইসাইকেল র‌্যালিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ভারতবিরোধিতার নামে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে।  এ সময় তরুণদের কর্মসংস্থানের অঙ্গীকার বাস্তবায়নের কথাও জানান তিনি। আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তিতে সংসদ ভবনের দক্ষিণ গেটে থেকে ওই বাইসাইকেল র‌্যালি শুরু হয়, যা আগারগাঁও হয়ে ধানমন্ডি ৩২ নং-এ বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হয়। এর আয়োজন করে উত্তর সিটি করপোরেশন। র‌্যালির উদ্বোধন করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মতো বিদেশে আওয়ামী লীগের কোনো প্রভু নেই, তবে বন্ধু আছে। এ সময় আওয়ামী লীগের কর্মসূচি নিয়েও কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী তরুণদের কর্মসংস্থানের যে অঙ্গীকার করেছিলেন তা বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। এ সময় রাজধানীর রাস্তায় সাইকেলের লেন দখলমুক্ত করার ঘোষণা দেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

Share.